গত বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮ তারিখ থেকে বাতিল হয়ে গেছে ইংল্যান্ডের 'গোল্ডেন ভিসা' পদ্ধতি। কারণ হিসাবে দেখানো হয়েছে, কালোটাকার অসাধু বিনিয়োগকারীরা যাতে ইংল্যান্ডের স্থায়ী বাসিন্দা হতে না পারে, তার জন্যেই এই ব্যবস্থা।
গোল্ডেন ভিসা
২০০৮ সালে বৃটিশ সরকার প্রথম গোল্ডেন ভিসা ব্যবস্থার সূচনা করে। এই ভিসার আওতায় নির্দিষ্ট দেশের নাগরিকরা নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করে বিভিন্ন মেয়াদে ইংল্যান্ডের বাসিন্দা হিসাবে বসবাস করার সুযোগ পেতেন। প্রাথমিকভাবে চীন ও রাশিয়ার বিনিয়োগকারীদের এই ভিসা দেওয়া হলেও, পরবর্তীতে ভারতীয় বিনিয়োগকারীদেরও এই ভিসা দেওয়া হতো। ২০১৫ সালে ইংল্যান্ডে এই ভিসা পদ্ধতির উপর একটি বিশেষ পর্যালোচনা প্রকাশিত হলে বৃটিশ সরকারের নির্দেশে এর উপর তদন্ত শুরু হয়, যাতে দেখা যায় বিভিন্ন দেশ থেকে আনা কালোটাকা ইংল্যান্ডে বিনিয়োগ করে কিছু অসাধু ব্যবসায়ী এই ভিসার মাধ্যমে ইংল্যান্ডের বাসিন্দা হয়ে বসবাস করছেন। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে বাতিল ঘোষণা করা হয় 'গোল্ডেন ভিসা'।
বৃটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়, প্রকৃত বিনিয়োগকারীদের স্বাগত জানায় ইংল্যান্ড, কিন্তু কালোটাকার মালিকদের জন্য এই সুবিধা নয়।
আরও দেখুনঃ ২০২২ এর জি-২০ শীর্ষ সম্মেলন হবে ভারতে
আন্তর্জাতিক এফেয়ার্স থেকে সর্বশেষ খবর দেখতে এখানে ক্লিক করুন।
No comments:
Post a Comment