Saturday, December 1, 2018

২০২২ এর জি-২০ শীর্ষ সম্মেলন হবে ভারতে

আগামী ২০২২ সালে অনুষ্ঠিতব্য ১৭তম জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ভারত। আর্জেন্টিনার রাজধানী Buenos Aires-এ জি-২০ এর এক সভায় এই ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে ২০২২ এর জি-২০ শীর্ষ সম্মেলন ইতালির আয়োজন করার কথা থাকলেও, নরেন্দ্র মোদীর অনুরোধে ইতালি ২০২১ সালের ১৬তম সম্মেলনটির আয়োজন করতে রাজি হয়।

বিশ্বের শীর্ষ ২০ টি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী দেশ, যারা গ্লোবাল GDP-তে মূখ্য ভূমিকা রাখে, সেসব দেশের সরকার প্রধান, অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের একটি সম্মেলন প্রতি বছর অনুষ্ঠিত হয়, যা জি-২০ শীর্ষ সম্মেলন নামে পরিচিত। গোটা বিশ্বের ব্যাবসা-বানিজ্য, জিডিপি, জনসংখ্যা, অর্থনৈতিক সাহায্য সহযোগিতা ইত্যাদি বিষয় নিয়ে এই সম্মেলনে বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেয়া হয়। সদশ্যভুক্ত দেশগুলো হলো-
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য 
  3. রাশিয়া
  4. কানাডা
  5. অস্ট্রেলিয়া
  6. ফ্রান্স
  7. চীন
  8. জাপান
  9. জার্মানি
  10. ভারত
  11. ইন্দোনেশিয়া
  12. ইতালি
  13. সৌদি আরব
  14. আর্জেন্টিনা
  15. ব্রাজিল
  16. সাউথ আফ্রিকা
  17. সাউথ কোরিয়া
  18. মেক্সিকো
  19. তুরস্ক
  20. ইউরোপীয় ইউনিয়ন
১৯৯৯ সালে গঠিত হয়ে সর্বপ্রথম জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে, ২০০৮ সালে। প্রতিবছর ১বার করে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১৭ সালে জার্মানি এবং ২০১৮ সালে আর্জেন্টিনা এই সম্মেলন হোস্ট করে। আগামী ২০১৯ সালে জাপান, ২০২০ সালে সৌদি আরব, ২০২১ সালে ইতালি এবং ২০২২ সালে ভারতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। [সূত্রঃ উইকিপিডিয়া]

No comments:

Post a Comment