আগামী ২০২২ সালে অনুষ্ঠিতব্য ১৭তম জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ভারত। আর্জেন্টিনার রাজধানী Buenos Aires-এ জি-২০ এর এক সভায় এই ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে ২০২২ এর জি-২০ শীর্ষ সম্মেলন ইতালির আয়োজন করার কথা থাকলেও, নরেন্দ্র মোদীর অনুরোধে ইতালি ২০২১ সালের ১৬তম সম্মেলনটির আয়োজন করতে রাজি হয়।