সরকার পদ্ধতিঃ বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত। এখানে বহুদলীয় গণতন্ত্র এবং এককক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। আইনসভার নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি। যার মধ্যে ৫০টি আসন নারিদের জন্য সংরক্ষিত। বাকি ৩০০ আসনে সংসদ সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।
প্রশাসনঃ বাংলাদেশের
প্রশাসনকে দুইভাগে ভাগ করা যায়। কেন্দ্রীয় সচিবালয় এবং স্থানীয় প্রশাসন।
১।
কেন্দ্রীয় প্রশাসনঃ ৪১টি মন্ত্রনালয় এবং ৮টি বিভাগ নিয়ে কেন্দ্রীয়
সচিবালয় গঠিত। প্রতিটি সচিবালয়ের প্রধান থাকেন একজন সচিব। বাংলাদেশের সচিবালয়ের
প্রশাসনিক কাঠামো নিচে দেয়া হলো।
চিত্রঃ বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক অবকাঠামো |
২। স্থানীয় প্রশাসনঃ ৬৪টি জেলা,
৪৯২টি উপজেলা, ৬৫০টি থানা, ১১টি সিটিকর্পোরেশন, শহর, গ্রাম ইত্যাদি নিয়ে স্থানীয় প্রশাসন গঠিত। গ্রমাঞ্চলে স্থানীয় প্রশাসন তিন স্তরে বিভক্ত (জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ) এবং শহরাঞ্চলে দুই স্তরে বিভক্ত (পৌড়সভা এবং সিটিকর্পোরেশন)
স্থানীয় প্রশাসনের কাঠামো নিচে দেয়া হলো-
চিত্রঃ বাংলাদেশ স্থানীয় প্রশাসনিক কাঠামো |
বিভাগঃ ৮টি
জেলাঃ ৬৪টি
সবচেয়ে বড় জেলাঃ রাঙামাটি
সবচেয়ে ছোট জেলাঃ নারায়ণগঞ্জ
উপজেলাঃ ৪৯২টি (সর্বশেষ উপজেলা, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ)
থানাঃ ৬৫০টি
পৌরসভাঃ ৩২৮টি
ইউনিয়নঃ ৪,৫৬২টি
গ্রামঃ ৮৭,১৯১টি
সবচেয়ে বড় গ্রামঃ বানিয়াচং
সবচেয়ে ছোট গ্রামঃ তিলইং
সিটি কর্পোরেশনঃ ১১টি
বিসিএস-এ ক্যাডার সংখ্যাঃ ২৯টি
বাংলাদেশ পরিচিতি সম্পূর্ণ সিরিজটি পড়তে এখানে ক্লিক করুন।
BCS পরীক্ষার সকল বিষয়ের প্রস্তুতি নিতে এখানে দেখুন।
BCS পরীক্ষার সকল বিষয়ের প্রস্তুতি নিতে এখানে দেখুন।
No comments:
Post a Comment