Thursday, December 6, 2018

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হলো 'হংসবলাকা'

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বহরে নতুন করে যুক্ত হলো বোয়িং-৭৮৭ ড্রীমলাইনার সিরিজের আরেকটি নতুন বিমান, যার নাম রাখা হয়েছে 'হংসবলাকা'। বর্তমানে এটি সহ মোট দুইটি ড্রীমলাইনার সিরিজের অত্যাধুনিক বিমান রয়েছে একমাত্র রাষ্ট্রীয় বিমান পরিবহনকারী এই সংস্থায়।

হংসবলাকাঃ

বোয়িং কোম্পানির তৈরিকৃত ৭৮৭ ড্রীমলাইনার বিমানটি অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি যাত্রীবাহী বিমান। নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে অন্যান্য বিমানের চাইতে এটি শতকরা ২০ ভাগ জ্বালানী সাশ্রয়ী। বিমানটিতে রয়েছে মোট ২৭১ টি আসন। ঘন্টায় ৬৫০ মাইল গতিবেগে বিমানটি একটানা ১৬ ঘন্টা উড়তে সক্ষম। ৪৩ হাজার ফুট উঁচু দিয়ে উড়ার সময়ও এতে থাকবে ওয়াইফাই সুবিধা। বিমানটিতে রয়েছে ২৪টি বিজিনেস ক্লাস এবং ২৪৭টি ইকোনমিক ক্লাস।


গত ২৯ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে বিমানটি হস্তান্তর করে বোয়িং কর্তৃপক্ষ। বিমানটির পরিচালক (ফ্লাইট অপারেশন) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলের তত্বাবধানে গত ১ ডিসেম্বর বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে অবতরন করে। আগামী ১০ ডিসেম্বর ২০১৮ থেকে বিমানটি নিয়মিত ঢাকা-লন্ডন রুটে যাত্রী পরিবহন করবে বলে জানা গেছে।

২০০৮ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বোয়িং কোম্পানির মধ্যে ২.১ বিলিয়ন ডলারে ১০টি নতুন বিমান কেনার চুক্তি সাক্ষরিত হয়। এ পর্যন্ত বোয়িং ৭৭৭-৩০০ সিরিজের ৪টি, ৭৩৭-৮০০ সিরিজের ২টি এবং ৭৮৭-৮ ড্রীমলাইনার সিরিজের ২টি বিমান দেশে এসেছে। 'আকাশবাণী' নামের প্রথম ৭৮৭-৮ ড্রীমলাইনারটি দেশে আসে গত ১৯ আগস্ট,২০১৮।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যাবস্থাপক শাকিল মেরাজ জানান, ২০১৯ সালের সেপ্টেম্বরের মধ্যে 'রাজহংস' এবং 'গাঙচিল' নামের আরও দুইটি বোয়িং ৭৮৭ ড্রীমলাইনার যুক্ত হবে বিমানের বহরে। নতুন এই দশটি বিমানের নাম রাখেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক সকল খবর দেখতে এখানে ক্লিক করুন।

No comments:

Post a Comment