বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বহরে নতুন করে যুক্ত হলো বোয়িং-৭৮৭ ড্রীমলাইনার সিরিজের আরেকটি নতুন বিমান, যার নাম রাখা হয়েছে 'হংসবলাকা'। বর্তমানে এটি সহ মোট দুইটি ড্রীমলাইনার সিরিজের অত্যাধুনিক বিমান রয়েছে একমাত্র রাষ্ট্রীয় বিমান পরিবহনকারী এই সংস্থায়।