Sunday, December 9, 2018

কানাডার টরন্টোতে চালু হচ্ছে বাংলাদেশি কনস্যুলেট

কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কনস্যুলার সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে কানাডার টরোন্টোতে চালু হচ্ছে বাংলাদেশি কনস্যুলেট। আগামী ১৭ ডিসেম্বর ২০১৮ থেকে এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কানাডার কনসাল জেনারেল নাইম আহমেদ।

প্রাথমিকভাবে এ কনসুলেট থেকে ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র, ভিসা, নো-ভিসা, সত্যায়িতকরণ, পাওয়ার অব অ্যাটর্নি, এনডোর্সমেন্ট এবং অভিবাসন সংক্রান্ত পরামর্শ সেবা পাওয়া যাবে। এ ছাড়া ঢাকার অভিবাসন এবং পাসপোর্ট অধিদপ্তর এ কনস্যুলেটে মেশিন রিডেবল পাসপোর্ট ও ভিসা এবং ই-পাসপোর্ট সেবা চালুর জন্যও কাজ শুরু করছে।

বর্তমান সরকারের সময়ে এটি হবে বিদেশে চালু হওয়া বাংলাদেশের ১৮তম কনস্যুলেট।
সূত্রঃ প্রথম আলো




বাংলাদেশ এফেয়ার্স থেকে সর্বশেষ খবর দেখতে এখানে ক্লিক করুন।

No comments:

Post a Comment