দীর্ঘ ৭ মাসের যাত্রার পর অবশেষে মঙ্গল গ্রহের মাটিতে অবতরন করলো মনুষবিহীন মহাকাশযান 'ইনসাইট'। ৩ ডিসেম্বর ২০১৮ তারিখে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ৩টার দিকে মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছে 'ইনসাইট' এর সফলভাবে অবতরন করার তথ্য আসে। এর আগে চলতি বছরের ৫মে মহাকাশযানটি মঙ্গলের উদ্দেশ্যে পাঠানো হয়।