Monday, December 3, 2018

মঙ্গল গ্রহে অবতরন করলো মহাকাশযান 'ইনসাইট'

দীর্ঘ ৭ মাসের যাত্রার পর অবশেষে মঙ্গল গ্রহের মাটিতে অবতরন করলো মনুষবিহীন মহাকাশযান 'ইনসাইট'। ৩ ডিসেম্বর ২০১৮ তারিখে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ৩টার দিকে মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছে 'ইনসাইট' এর সফলভাবে অবতরন করার তথ্য আসে। এর আগে চলতি বছরের ৫মে মহাকাশযানটি মঙ্গলের উদ্দেশ্যে পাঠানো হয়।

মহাকাশযান ইনসাইট (InSight)

'ইনসাইট' এর পূর্ণরূপ হলো Interior Exploration using Seismic Investigations, Geodesy and Heat Transport (InSight)। প্রাথমিকভাবে এর নাম রাখা হয়েছিলো GEMS (Geophysical Monitoring Station)। ২০১৪ সালের ১৯মে এটির নির্মাণ কাজ শুরু হয়। মহাকাশযানটি তৈরীতে মোট ব্যায় হয় ৮৩০ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে নাসার জেট প্রপালসন ল্যাবরেটরি নিয়ন্ত্রণ করছে ইনসাইটকে। অবতরনের পরপরই এটি নিয়ন্ত্রনকারী সংস্থার কাছে ছবি সহ একটি বার্তা পাঠায়। এর প্রাথমিক কাজ হবে মঙ্গলের পৃষ্ঠে তরলের অস্তিত্ব আছে কিনা তা অনুসন্ধান করা এবং মঙ্গলের কম্পনের মাত্রা পরিমাপ করা। নাসার পক্ষ থেকে বলা হয়েছে, ২০৩০ সালে সালে মানুষবাহী মহাকাশযান পাঠানোর অংশ হিসাবেই 'ইনসাইট'কে মঙ্গলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আরো তথ্যের জন্য উইকিপিডিয়া দেখুন।

No comments:

Post a Comment